নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে বাউফলে কৃষি প্রদর্শনীয়

নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে বাউফলে  কৃষি প্রদর্শনীয়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২০ উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফলে কৃষি প্রদর্শনীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সেমাবার (১৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্পিড ট্রাস্ট প্রেগ্রাাম অফিসার রিনা ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেণ উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:মনিরুজ্জামান, বাউফল প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক। এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় ধারনাপত্র পাঠ করেন এনিমেটর সাইফুল ইসলাম। সাংবাদিক আরেফিন সহিদ উপস্থাপনায় নিরাপদ খাদ্য,সকলের দায়িত্ব প্রদিপাদ্য মুল বিষয় উপর আলোচনা করেন বাউফল সরকারি কলেজ অধ্যাপক শিখা ব্যানার্জী, কৃষি বান্ধব মুক্তিযোদ্ধা শাহজাহান মুনসী, উদ্ভিদ সংরক্ষণ কৃষি উপসহকারি কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা, এনজিও সমন্বয়কারী দেলোয়ার হোসেন, কৃষক জন সমবায় ফোরাম নেতা ফেরদাউস বেগম ও আরডিএস পরিচালক আবদুল খালেক, আনন্দ টিভি বাউফল প্রতিনিধি মো: নাজিম উদ্দিন। অনুষ্ঠিত সভা স্থলে কৃষক জন সমবায় দল উৎপাদিত কৃষি ফসল, স্থানীয় বীজ সংরক্ষণ এবং কৃষি উদ্যোগ নিয়ে কৃর্ষি প্রদর্শনীয় ষ্টল দেওয়া হয়। এ সময় ভূমি স্বত্ত¡ ও যৌথ কৃষি চর্চা প্রকল্পের কর্ম এলাকায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক জন সমবায় দলনেতা.সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনধি, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহন করেন।